প্রিয় ভাওরখোলা বাসী, আগামি কাল ২৮-০৯-২০২১ রোজ মঙ্গলবার সকাল ৯ ঘটিকা হইতে সন্ধ্যা পর্যন্ত সিনো ফার্ম টিকার প্রথম ডোজ ভাওরখোলা দঃ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রদান করা হবে।
নিয়মাবলিঃ আইডি কার্ডে যাদের বয়স ২৫ এর উপরে তাদেরকে টিকা প্রদান করা হবে।
টিকা নেয়ার জন্য রেজিষ্ট্রেশন কপি সাথে নিয়ে আসতে হবে।
ছাএ-ছাএীদের বেলায় আইডি কার্ডে যাদের বয়স ১৮ এর উপরে তাদেরকে টিকা প্রদান করা হবে। জন্ম নিবন্ধন কপি টিকা নেয়ার জন্য প্রজোয্য নয়।রেজিষ্ট্রেশন কপি এবং মেসেজ ছারা কোনো প্রকার টিকা প্রদান করা হবে না। ভাওরখোলা ইউনিয়নে ৩ টি কেন্দ্র।১- বৈদ্যনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।২- ভাওরখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়।৩- দড়ি মিরজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। শুধু মাএ প্রথম ডোজ দেওয়া হবে। এই তিনটি কেন্দ্রের যে যেখানে সুবিধা মনে করেন সেখানেই টিকা নিতে পারবেন।সকলের সহযোগিতা কামনা করছি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস